ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ভালোবাসা দিবস উদযাপনে রবি-এয়ারটেল-ইয়ন্ডার মিউজিকের নতুন গান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ভালোবাসা দিবস উদযাপনে রবি-এয়ারটেল-ইয়ন্ডার মিউজিকের নতুন গান রবি-এয়ারটেল-ইয়ন্ডার মিউজিকের অনুষ্ঠান/ ছবি: সুমন-বাংলানিউজ

ঢাকা: নতুন গান মুক্তির মধ্যে দিয়ে এবারের ভালোবাসা দিবস উদযাপন করবে রবি ও এয়ারটেল ইয়ন্ডার মিউজিক।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে রবির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

গানগুলো শুনতে www.youndermusic.com ওয়েবসাইটি ব্রাউজ করতে হবে।
 
যেসব গান মুক্তি পাচ্ছে, এগুলোর মধ্যে রয়েছে-হৃদয় খানের ‘জানি না বুঝি না’, বালামের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘গল্পের শহর’, শূন্য’র ‘শুধু আমার’, রবি সেরা প্রতিভার অ্যালবাম ‘প্রতিভার আলো’, এবং সিলভার লাইটসের অ্যালবাম ‘ব্যস্ত শহর’।

এছাড়া রয়েছে মুন ফিচারিং মালার নতুন একক গান ‘তোর মনেতে’, শাকের রাজা ফিচারিং মালার একক গান ‘কোন রঙে’, ইউ ফ্যাক্টর ব্যানারে আহমেদ রাজীব ফিচারিং ‘পূর্ব-পশ্চিম’, ডিজে একেএস ফিচারিং পারভেজের একক গান ‘আজ আবার’, রিকস রেকর্ডের নেওয়াজ মাহতাবের ‘ছোট কোনো গল্প’, কণার একক গান ‘ইশারা’।
 
ভালোবাসা দিবস উপলক্ষে ‘গাঙচিল রবি ও এয়ারটেল ইয়ন্ডার মিউজিকে আরও কিছু গান মুক্তি দেবে।

এগুলোর মধ্যে রয়েছে-অটামনাল মুন ফিচারিং সামলমার ‘আমি গানের পাখি রে’, সামিনা চৌধুরীর ‘আমার চিলে কোঠা মন’ মুন’র একক ‘তুই কি আমার সুখে থাকার অসুখ হবি’ ও মিনার গাওয়া ‘তা জানিনা না’।
 
অনুষ্ঠানের কণ্ঠশিল্পী হৃদয় খান, বালাম, ইয়ন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম, রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
ইইউডি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।