ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ট্র্যাকিং বন্ধ করবে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৫, ২০১৮
ফেসবুকের ট্র্যাকিং বন্ধ করবে অ্যাপল অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেদেরিগি। ছবি: সংগৃহীত

ঢাকা: আইওএস ও ম্যাক অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সনে ফেসবুকের স্বয়ংক্রিয় ওয়েব ট্র্যাকিং বন্ধ করার অপশন রাখবে অ্যাপল।

ফার্মস ডেভেলপার সম্মেলনে অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেদেরিগি এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা এটা বন্ধ করে দেব। ’

তিনি বলেন, এ বিষয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি নেবে অ্যাপলের সাফারি ওয়েব ব্রাউজার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কর্মকাণ্ড নজরদারি করতে পারবে কি না।

ডব্লিউ ডব্লিউ ডিসি সম্মেলনে ফেদেরিগি বলেন, ফেসবুক ব্যবহারকারীদের ওপর নজরদারি করে অথচ ব্যবহারকারীরা তা জানেন না।

ফেদেরিগি একটি স্ক্রিন এলার্ট ইঙ্গিত করেন। যেখানে লেখা থাকে ‘আপনি কি চান ফেসবুক কুকিজ ব্যবহার করতে এবং ব্রাউজিংয়ের সময় তথ্য নিতে পারবে। ’ অ্যাপলের নতুন অপশনে ব্যবহারকারী অনুমতি না দিলে ফেসবুক তথ্য সংগ্রহ করতে পারবে না।

এর আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা উদঘাটনের চর্চা করছে ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৫ জুন, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।