ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফায়ারফক্সে আসছে একাধিক ফিচার, বন্ধ হবে অ্যাড ট্র্যাকিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
ফায়ারফক্সে আসছে একাধিক ফিচার, বন্ধ হবে অ্যাড ট্র্যাকিং মজিলা ফায়ারফক্স

ঢাকা: ব্রাউজিংয়ে গ্রাহকের নিরাপত্তা ও সুবিধার কথা চিন্তা করে একাধিক ফিচার যোগ করতে যাচ্ছে মজিলা ফায়ারফক্স।

ইতোমধ্যে ‘ফায়ারফক্স নাইটলি’ গ্রাহকদের মধ্যে কিছু ফিচার পৌঁছে গেলেও সেপ্টেম্বরের ভেতরে ফিচারগুলো পুরোপুরিভাবে সব গ্রাহক পাবেন বলে জানায় ওপেন সোর্স ব্রাউজারের নির্মাতা জনপ্রিয় এ ওয়েব ব্রাউজার প্রতিষ্ঠানটি।

লন্ডনভিত্তিক এ কোম্পানিটি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমকে জানিয়েছে, একাধিক নিরাপত্তা ফিচার যোগ হবে ফায়ারফক্সে।

ফলে গ্রাহকরা আরও সুরক্ষিতভাবে ওয়েব ব্রাউজ করতে পারবেন।

এর মধ্যে অন্যতম প্রধান ফিচারটি হবে অ্যাড ট্র্যাকিং বন্ধ করা। তখন কোনো অ্যাড সার্ভিস আপনার ব্রাউজিং ফলো করতে পারবে না। আর এই ফিচার ফায়ারফক্সকে আরও একধাপ এগিয়ে দেবে বলে আশা করছে কোম্পানি।

ফায়ারফক্স বলে, আমরা সবসময় গ্রাহককে ওয়েব দুনিয়ায় সুরক্ষিত রাখতে চাই। যা এই ফিচারগুলো ভালোভাবে নিশ্চিত করতে পারবে। এছাড়া কোনো ওয়েবসাইট যদি গ্রাহকের তথ্য সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তার অনুমতি বাধ্যতামূলক থাকবে।

বর্তমানে গ্রাহকরা ফায়ারফক্স নাইটলি বিল্ডের ‘ফায়ারফক্স ৬৫’ ভার্সন ইনস্টল করলেই এই ফিচার ব্যবহার শুরু করে দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।