ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি বিভাগের নতুন সচিব জিয়াউল আলম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
আইসিটি বিভাগের নতুন সচিব জিয়াউল আলম

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন এনএম জিয়াউল আলম। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।  

আইসিটি বিভাগের সচিব হিসেবে পদায়নের আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউল আলম।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এনএম জিয়াউল আলম ২০১৫ সালে ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন। গত ৩০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইসিটি বিভাগের সচিব হিসেবে তাকে বদলি করা হয়।

এরআগে, তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, খুলনার জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসএইচএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।