ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ৩ দিনব্যাপী মোবাইল মেলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
ঢাকায় ৩ দিনব্যাপী মোবাইল মেলা

ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ মোবাইল এক্সপোজিশন।  এ মোবাইল প্রদর্শনী আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ভেন্যু আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

এ মোবাইল প্রদর্শনীতে বিশ্বখ্যাত অথচ দেশে নতুন এমন সব ব্র্যান্ডের মোবাইল ফোনের প্রদর্শনী ও বিপণন করা হচ্ছে বলে আয়োজক সূত্র জানিয়েছে। এছাড়াও বিভিন্ন মডেলের মোবাইল ফোন ক্রয়ে থাকছে বিশেষ মূল্যছাড়সহ তাৎক্ষণিক অফার। সঙ্গে আকর্ষণীয় ঈদ উপহার তো থাকছেই।

এ প্রদর্শনীর মূল আয়োজক সাউথ এশিয়া মোবাইল ফোরাম। আর সহকারী আয়োজক বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশন। এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক সিটিসেল। সিলভার স্পন্সর মাইক্রোম্যাক্স, গোল্ড স্পন্সর জেডটিই এবং এক্সিবিশন স্পন্সর হুয়াই।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।