ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাই জিপির বিজয়ীদের পুরস্কৃত করেছে গ্রামীণফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
মাই জিপির বিজয়ীদের পুরস্কৃত করেছে গ্রামীণফোন

ঢাকা: মোবাইল সেলফ সার্ভিস মাই জিপি অ্যাপের ‘রেফার অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে গ্রামীণফোন। 

সম্প্রতি রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ডিজিটাল ডিভিশন সোলায়মান আলম এবং পিকাবু ডট কমের সিইও মরিন তালুকদার।

 

এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অপারেটরটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকদের জন্য আয়োজিত ১৩ দিনব্যাপী এ ক্যাম্পেইনটি ১৯-৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। ক্যাম্পেইনে ১৩ দিনে ৬২ হাজার ৪৮টি রেফারেল সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রেফারেলের ভিত্তিতে সেরা পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়। পিকাবুর পক্ষ থেকে বিজয়ীদের আকর্ষণীয় মডেলের স্মার্টফোন পুরস্কার হিসেবে দেওয়া হয়।  

ডিজিটাল প্লাটফর্ম মাই জিপির মাধ্যমে গ্রাহকরা মোবাইল রির্চাজ থেকে শুরু করে আর্কষণীয় ভয়েস ও ডেটা প্যাক কেনা, বাইসস্কোপ, ই-কর্মাস, সংবাদসহ নানা ধরনের সেবা গ্রহণ করতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।