ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ মাসেই আসছে

সাদা আইফোন ফোর

সিজারাজ জাহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১০

সম্প্রতি অ্যাপল আইফোন ফোর বিশ্বের বেশ কয়েকটি দেশে উন্মুক্ত হয়েছে। প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশিত পণ্যটি হাতে না আসতেই আরও চমক দিতে যাচ্ছে অ্যাপল।

ইতিমধ্যে সাদা রঙের নতুন আইফোন ফোর উন্মোচনের কথা জানিয়েছে অ্যাপল। তাই আগ্রহীদের সাদা রঙের আইফোন ফোর পেতে অপেক্ষা করতে হবে আরও খানিকটা সময়।

গত ২৪ জুন বৃহস্পতিবার অ্যাপল সূত্র জানিয়েছে, আইফোন ফোর সংস্করণটি উন্মোচনের পর এটাই প্রমানিত হয় পণ্যটির গুণগত বৈশিষ্ট্য কতটা আধুনিক। ফলে আইফোনের নতুন সংস্করণটি নির্মাণে প্রতিযোগিতা বিদ্যমান। প্রত্যাশার তুলনায় গুণগত বৈশিষ্ট্যের স্থান আগে।

সূত্র নিশ্চিত করেছে, কালো রঙের আইফোন বিপণনে সাদা রঙ বাড়তি কোনো প্রভাব ফেলবে না। অ্যাপল অনুমোদিত লন্ডনের রিজেন্ট স্ট্রিটের বিপণিকেন্দ্রগুলোতে পণ্যটি পাওয়া যাচ্ছে। দোকান খোলার প্রথমদিকে ৬৬৮ জন সারিবদ্ধভাবে অপেক্ষায় ছিল। আরও ২৩৭ জন ছিল আইপ্যাডের অপেক্ষায়। আগ্রহী ভোক্তাদের মধ্যে থেকে একজন ভোক্তা চেঁচিয়ে বলে উঠে তিন ঘণ্টা অপেক্ষায় থাকার পর হাতে পেলাম বহুল প্রত্যাশিত আইফোন ফোর। আবার অনেকেই বিপণিকেন্দ্রগুলোর সামনেই পণ্যটি ফুরিয়ে যাওয়ার গুঞ্জনে মুখরিত হয়ে উঠে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
এসজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।