ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে লাদেন জড়িত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে লাদেন জড়িত

ওয়াশিংটন: ইউরোপের শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন জড়িত ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রও ব্যর্থ এ হামলার লক্ষ্যবস্তু ছিলো বলে সন্দেহ করা হচ্ছে।

ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) বৃহস্পতিবার এ তথ্য জানায়।

গোয়েন্দা কর্মকর্তা ও এ ঘটনার সঙ্গে জড়িতদের বরাত দিয়ে এনপিআর জানায়, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে মুম্বাইয়ের পদ্ধতিতে হামলা চালানোর জন্য কয়েক মাস আগে ওসামা বিন লাদেন আল-কায়েদা সহযোগী ও অংশীদারদের নির্দেশ দেন।

২০০৮ সালে ভারতের তিনটি বিলাস বহুল হোটেল, রেলস্টেশন এবং রেস্তোরায় ১০ জন সশস্ত্র বন্দুকধারীর হামলায় ১৬৬ জন নিহত ও তিনশ’রও বেশি আহত হন।

সন্ত্রাসীরা আল-কায়েদার নতুন পদ্ধতিতে জনগণের ভিড়ে অগ্নিসংযোগসহ ইউরোপের ব্যস্ত পর্যটন কেন্দ্র এবং হোটেলে হামলার পরিকল্পনা করেছিলো বলে এনপিআর জানায়। তবে হামলার পুরো পরিকল্পনা এখনও জানা যায়নি।

গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এনপিআরকে বলেন, ‘ওসামা বিন লাদেন এ নির্দেশ দিয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। যদি সত্যিই লাদেন এ নির্দেশ দিয়ে থাকেন তবে যুক্তরাষ্ট্র এর বাইরে থাকেব বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। ’

জার্মান নাগরিক আহমেদ সিদ্দিকির কাছ থেকে প্রাথমিক সব তথ্য পাওয়া গেছে বলে সরকারি এ বেতার কেন্দ্রটি জানায়। বর্তমানে তাকে আফগানিস্তানের যুক্তরাষ্ট্র পরিচালিত কাবুলের বাগরাম বিমান ঘাঁটিতে বন্দী রাখা হয়েছে।

মোহামেদ আত্তা নামে বহুল পরিচিত সিদ্দিকি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার একজন অভিযুক্ত বিমান ছিনতাইকারী।

এ হামলায় অংশ নিতে যাওয়া অনেকে তখন ইউরোপেই অবস্থান করছিলো বলে গোয়েন্দা কর্মকর্তারা এনআরপিকে জানায়।

বিশেষভাবে প্রশিক্ষিত এ সন্ত্রাসী দল ইউরোপীয় পাসপোর্ট ব্যবহার করে পশ্চিমা বিশ্বে ভ্রমণ করছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। তবে তাদের খুঁজে বের করে কর্মকান্ড বন্ধ করার কাজটি জটিল বলেও জানান তারা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।