ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যা মামলার রায় ‘নতুন ভারতে’র বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
অযোধ্যা মামলার রায় ‘নতুন ভারতে’র বিজয়

নয়াদিল্লি: অযোধ্যার বিরোধপূর্ণ জমির রায়কে শুক্রবার স্বাগত জানিয়েছে ভারতের গণমাধ্যম। এর মধ্য দিয়ে নতুন ও আরও আত্মবিশ্বাসী ভারতের আইন সাম্প্রদায়িক আবেগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছে বলে মন্তব্য করা হয়।



বৃহস্পতিবারের রায়ে বিরোধপূর্ণ এ জমি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশটি তাৎক্ষণিক সহিংসতার আশঙ্কা থেকে মুক্ত হয়েছে।

দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সব শেষে এটাই স্বস্থি ও আনন্দদায়ক বিষয় যে, এ রায় ভারতের অসাম্প্রদায়িকতার মাইলফলক।

রায়ের কারণে দেশটিতে কোনো সহিংস ঘটনা না ঘটার উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয়তে বলা হয়েছে, ১৯৯০ সালের সহিংসতার ধ্বংসস্তুূপ থেকে একটি নতুন, পুনরুত্থানের শক্তি সম্পন্ন ভারত জেগে উঠেছে। নতুন একটি প্রজন্মের আগমন ঘটেছে এবং তারা আর পুরানো ঘৃণা-বিদ্বেষের গন্ডিতে নিজেদের বেঁধে রাখতে চায়না। ’  

কিন্তু ধর্মীয় শান্তি বজায় রাখার জন্য আইনের যথাযথ চর্চা না করে এখানে সমঝোতা করা হয়েছে বলে রায়ের সমালোচনা করে দ্য হিন্দু।  

তবে এতে আরও বলা হয়, ‘তবে এর মধ্য দিয়ে দেশটি বহুদিন ধরে চলা বিরোধ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। অসাম্প্রদায়িক ভারতের এখন এগিয়ে যাওয়ার সময়। দূর অতীতের কোনো বাস্তব বা কাল্পনিক দুঃখ ধরে রাখা উচিত নয়। ’

তবে অতীতকে এত দ্রুতই মুছে ফেলা যাবেনা বলে মন্তব্য করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, ‘যারা আইন নিজের হাতে তুলে নিতে চায় তাদের বিরুদ্ধে আইন কঠোর পদক্ষেপ নিয়েছে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।