ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ: নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
নাইজেরিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ: নিহত ৭

আবুজা: নাইজেরিয়ায় শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যদর্শীরা এ তথ্য জানিয়েছেন।



এর আগে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার হুমকি দেয় নাইজেরিয়ার অন্যতম একটি জঙ্গি গোষ্ঠী। আবুজায় এই অনুষ্ঠানে দেশের রাজনীতিক ও বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নাইজেরিয়ার স্বাধীনতার ৫০ বছরপূর্তি অনুষ্ঠান।

পুলিশের মুখপাত্র ইমানুয়েল ওজুকু বলেন, ‘একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই তথ্যই আমার কাছে আছে। হতাহতের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ’

বার্তাসংস্থার এএফপির একজন সাংবাদিক বলেন, একই স্থানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার দিবসের অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেখান থেকে ওই স্থানটি ১০ মিনিট দূরত্বের। বিস্ফোরণস্থল থেকে সাতটি মৃতদেহ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।