ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ন্যাটো সরবরাহ ট্রাকে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০
পাকিস্তানে ন্যাটো সরবরাহ ট্রাকে অগ্নিসংযোগ

করাচি: পাকিস্তানের সশস্ত্র বন্দুকধারীরা শুক্রবার ন্যাটোর দুই ডজন ট্রাক ও ট্যাঙ্কারে অগ্নিসংযোগ করেছে। সীমান্ত বন্ধ করে  দেওয়ার একদিন পর আফগানিস্তানে ন্যাটোর জ্বালানি ও সরবরাহ ট্রাকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

 

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এটাই এধরনের সবচেয়ে বড় হামলার ঘটনা।

শিকারপুর জেলা পুলিশ প্রধান আব্দুল হামেদ খুসু বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘রকেট লঞ্চার ও রাইফেল নিয়ে প্রায় ২০জন ট্রাকগুলোতে হামলা করে। এসময় সেখানে অবস্থান করা ২৭ টি ট্রাকে তারা আগুন ধরিয়ে দেয়। ’  

এ পর্যন্ত তারা সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের আটক করতে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

সিন্ধুর প্রাদেশিক সরকারের মুখপাত্র জামিল শুম্রু এএফপিকে নিশ্চিত করে বলেন, ‘সিন্ধুতে এটা ন্যাটো ট্রাকের উপর বড় ধরনের হামলার ঘটনা। ’

পুলিশ প্রধান খুসু বলেন, ‘চরমপন্থী কোনো সংগঠন শান্তি বিনষ্ট করার জন্য এ হামলা চালিয়ে থাকতে পারে। ’

ন্যাটোর বিমান হামলায় বৃহস্পতিবার কুররাম জেলায় তিন পাকিস্তানী সেনা নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী অভিযোগ করে। এ ঘটনার পর গতকাল আফগানিস্তানে ন্যাটোর প্রধান সরবরাহ সড়ক বন্ধ করে দেয় পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শুক্রবার দেশটির সংসদে বলেন, ‘পাকিস্তানের মাটিতে আমরা কোনো ধরনের হামলা সহ্য করবোনা। ’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনাটিকে রাজনৈতিক ও দায়িত্বপূর্ণভাবে নিয়েছি। কিন্তু তারা যদি আমাদের ভূখন্ডে হামলা করে তাহলে আমরা অন্য উপায় বিবেচনা করবো। ’  

তবে শুক্রবার দ্বিতীয় দিনের মতও পথটি  বন্ধ ছিলো এবং ত্রুকহাম সীমান্ত দিয়ে কোনো ন্যাটো সরবরাহ ট্রাক যেতে দেওয়া হয়নি বলে কর্মকর্তারা জানান।

পাকিস্তানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন মার্কিন এক কর্মকর্তা।

গিলানির সঙ্গে টেলিফোনে আলোচনাকালে মার্কিন সিনেটর জন কেরি বলেন, ‘তারা অবশ্যই উদ্বিগ্ন এবং এটাই স্বাভাবিক। আমরা ঘটনাটি এড়ানোর চেষ্টা করছি এবং আমরা করেছি। ’

পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হলেও দেশটির ক্ষমতাশীল সেনাবাহিনী আফগান তালেবানদের সমর্থন করে বলে অভিযোগ আছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।