ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ নিহত ৩৬

জাকার্তা: ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ৩৬ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সিনহুয়া বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।



পেতারুকান পেমালাং জেলায় শুক্রবার মধ্যরাতের পর আরগো ব্রোমো ট্রেনের সঙ্গে বিসনিস সেনজা ট্রেনের সংঘর্ষ ঘটে।

প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম কার্যালয়ের কর্মকর্তা রিন্ডডং কৃষ্ণপুত্র জানান, ট্রেনের বগিতে আটকে থাকাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে ট্রেনের মধ্যে এখনো প্রায় কয়েক ডজন যাত্রী আটকে আছে। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কৃষ্ণপুত্র জানান, আহতদের কাছের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের হাড় ভেঙ্গে গেছে এবং মারাত্বক ভাবে আহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।