ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অযোধ্যা মামলার রায় শুনে বিস্মিত সোমনাথ চট্টপাধ্যায়

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
অযোধ্যা মামলার রায় শুনে বিস্মিত সোমনাথ চট্টপাধ্যায়

কলকাতা: অযোধ্যা মামলার রায় শুনে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের লোকসভার সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বাংলনিউজকে বলেন, ‘আমি রায় শুনে অবাক হয়েছি।

বুঝতে পারছি না কী করে আদালত বলতে পারেন রাম কোথায় জন্মেছিলেন? তিন ভাগ করার ব্যাপারটাও বুঝতে পারছি না। ’

তিনি আরো বলেন, ‘মামলাটি সুপ্রিম কোর্টে গেলে সব বোঝা যাবে। ’

সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে কোটি কোটি মানুষের সমস্যা আছে। সবাই মিলে এগিয়ে না এলে অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে। ’

ভারতের সাবেক এ স্পিকার বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এরকম একটা মামলা নিয়ে আজ সারা দেশে ব্যবসা তৈরি হয়েছে। আমাদের মতো ঐতিহ্যশালী দেশে এটা কখনও কাম্য নয়। মুসলিমের ভারত, হিন্দুর ভারত হতে পারে না। ভারতবর্ষ একটাই এবং তা সবার। ’

 বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, সেপ্টেম্বর২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।