ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে

কুয়ালালামপুর: অস্ট্রেলিয়ায় সফরকালে মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফুসফুসে সংক্রমণ নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ট্রেলিয়ায় তার একটি সেমিনারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

তার এক সহকারী একথা জানান।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এক বিবৃতিতে জানান, তাকে অ্যান্টিবায়োটিক ও ফিজিওথেরাপির জন্য মেলবোর্ন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। পর্যবেক্ষণের জন্য তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকবেন।

সুফি বলেন, ‘ড. মাহাথিরের অবস্থা স্থিতিশীল এবং তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ’

মানব উন্নয়ন বিষয়ক একটি সেমিনারে অংশ নিতে বৃহস্পতিবার মাহাথির মেলবোর্নে পৌঁছেন। মালেশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল ওরগানাইজেশনের সঙ্গে যুক্ত একটি কাব এ সেমিনারের আয়োজন করে।

২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে মাহাথির অবসর গ্রহণ করেন। তবে এখনও তিনি মালেশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রায়ই বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন।

১৯৮৯ এবং ২০০৭ সালে তিনি দুই বার বাইপাস অস্ত্রোপাচার করান।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।