ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও নিয়ম ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আবারও নিয়ম ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল পরিবারের অন্য সদস্যরাও।

কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে।

দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনো ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল প্রাণীটি।

কিন্তু পার্কের নিয়ম হলো সেখানে কেউ কুকুর নিয়ে গেলে গলায় লেস বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম মানেননি।

ঘটনার পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে অবস্থানরত এক নারীকে পার্কের নিয়মাবলী জানানো হয়। পরে কুকুরটির গলায় তারপর লেস বাঁধা হয়।

অনেকের অনুমান, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল।

এ ঘটনার একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ায় অনেকের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি।

এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ায় ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।