ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজের ককপিটে কফি পানের দায়ে বিপাকে দুই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
উড়োজাহাজের ককপিটে কফি পানের দায়ে বিপাকে দুই পাইলট

ভারতে স্পাইসজেট এয়ারলাইন্সের উড়োজাহাজের ককপিটে কফি পান ও পেস্ট্রি খাওয়ার অভিযোগে দুই পাইলট বিপাকে পড়েছেন। খবর সিএনএন।

একটি ছবিতে দেখা যায়, ককপিটের ভেতরে নিয়ন্ত্রক লিভারের পাশে এয়ারলাইন্সের লোগোধারী একটি খোলা কাপে বিপজ্জনকভাবে কফি রাখা রয়েছে। এই ছবিটি ভারতে এবং অনলাইনে এভিয়েশন কমিউনিটির কাছে বেশ সমালোচিত হয়েছে।   

ছবিতে অবশ্য পাইলটের চেহারা দেখা যায়নি। কফি কাপের পাশেই হাতে এবং একটি টিস্যু পেপারে ছিল পেস্ট্রি, যা সাধারণত সনাতন উৎসব হোলিতে খাওয়া হয়। এই উৎসব ছিল ৮ মার্চ।  

স্পাইসজেটের মুখপাত্র শুক্রবার সিএনএনকে বলেন, দুই পাইলটকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।  

তিনি বলেন, ককপিটে খাবার খাওয়ার বিষয়ে স্পাইসজেটের কঠোর নীতি রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।