ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘুম দিবস আজ, কর্মীদের ছুটি দিল যে প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
ঘুম দিবস আজ, কর্মীদের ছুটি দিল যে প্রতিষ্ঠান

আজ ১৭ মার্চ। সারা বিশ্বে দিনটি ঘুম দিবস হিসেবে পালন করা হচ্ছে।

প্রাত্যহিক জীবনে ঘুমের গুরুত্ব মনে করিয়ে দিতেই এই দিবস। খবর হিন্দুস্থান টাইমস।

আর এই দিনেই একটি বিশেষ ঘোষণা দিল বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ঘুম দিবসে তাদের কর্মীদের জন্য ঘুমের ব্যবস্থা করল সংস্থাটি। সংস্থার পক্ষে লিঙ্কডইনে একটি ভিন্ন ধাঁচের পোস্টে জানানো হয় ঘুমের কথা।

পোস্টে জানানো হয়, শুক্রবার ১৭ মার্চ আন্তর্জাতিক ঘুম দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাই এই দিনটিতে সব কর্মচারী ছুটি নিতে পারেন।  

কিন্তু কেন এই ছুটি? ওয়েকফিট নামের প্রতিষ্ঠানটি জানায়, কর্মীদের শুধু ঘুমের জন্যই এই দিনে ছুটি দেওয়া হচ্ছে। হাজার একটি কাজের মাঝেও ঘুম বেশ জরুরি। তাই একটি দিন শুধু ঘুমের দিন।

ওয়েকফিট সলিউশন একটি ডি২সি (অর্থাৎ সরাসরি ক্রেতাদের পরিষেবা প্রদানকারী) প্রতিষ্ঠান। বাড়ির আসবাবপত্র বিক্রির সংস্থা বর্তমানে এটি বেশ জনপ্রিয়।  

১৫ মার্চ ওয়েকফিট তাদের কর্মীদের একটি মেইল পাঠায়। সেখানেই জানায়, বিশ্ব ঘুম দিবস উপলক্ষে বিশ্রামের জন্য ওয়েকফিটের সব কর্মচারীর জন্য আগামী ১৭ মার্চ ছুটি।  

মেইলে লেখা হয়, এই দিনটি একটি বিকল্প ছুটির দিন হিসেবে ধরা হচ্ছে। অন্যান্য ছুটির দিনের মতোই এই দিনটির ছুটি পেতে এইচআর (কর্মীদের নিয়োগ ও অন্যান্য সুবিধা দেখেন যারা) পোর্টালে আবেদন করা যাবে।

মেইলের ছবি পোস্ট করে লেখা হয়, আজ শুক্রবার। আজ ছুটির দিন নিয়ে সামনে একটি লম্বা ছুটির দিন আসছে। ফলে এটা একদম সঠিক সুযোগ দরকারমতো ঘুমিয়ে নেওয়ার। ভালো করে বিশ্রাম নিয়ে নেওয়ার।  

পোস্টটি শেয়ার করার পর অনেক নেটিজেন পোস্টটি লাইক করেন। এমনকি পোস্টে অনেকে সংস্থার এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।