ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে সর্বদলীয় শ্রমিক হরতাল, সংঘর্ষ

লোকমান হোসেন, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
স্পেনে সর্বদলীয় শ্রমিক হরতাল, সংঘর্ষ

স্পেন: স্পেনে শ্রমিক ইউনিয়নের ডাকা ৩০ঘণ্টা হরতাল-অবরোধ কর্মসূচিতে সমস্ত দেশ অচল হয়ে পড়ে। দেশের প্রধান প্রধান শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জেও হরতাল পালিত হয়েছে।

  এসময় যানবাহন, দোকান পাট, কল-কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল।

স্পেনের শ্রমিক ইউনিয়নের আহবানে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা এ আন্দোলনে স্বতর্স্ফুতভাবে অংশ নেয়। লক্ষাধিক লোকের অংশগ্রহনে বের করা হয় শোভাযাত্রা। অনেক স্থানেই পুলিশের সঙ্গে শ্রমিক নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৩০ঘণ্টার এ হরতাল- অবরোধ কর্মসূচির সময় যদি কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অব্যাহত রাখে তবে শ্রমিক ফেডারেশন যেকোনো ব্যবস্থা নিতে পারবে এমন অনুমতি থাকায় এসময় অনেক দোকান-পাট, অফিস ও রাস্তায় পার্ক করা গাড়ি ভাংচুর করার ঘটনাও ঘটে।

শ্রমিকদের নায্য বেতন না দেওয়াসহ সরকারের সকল ক্ষেত্রে কর বৃদ্ধিতে সাধারণ শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশ জুড়ে এ আন্দোলনের ডাক দেওয়া হয়।

হরতালের দিন প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানানো হয়েছিল। সরকার শ্রমিক ইউনিয়নের দাবি মেনে নেবে বলে দেশটির বিভিন্ন বেতারকেন্দ্রে বার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময়: ২১৪৫ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।