ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বসতি স্থাপন চললে শান্তি আলোচনা নয়: পিএলও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
বসতি স্থাপন চললে শান্তি আলোচনা নয়: পিএলও

রামাল্লা: ইসরায়েল বসতি স্থাপন বন্ধ না করলে সরাসরি শান্তি আলোচনায় বসবে না ফিলিস্তিন। শনিবার রামাল্লায় দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



পিএলওর নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইয়াসির আবেদ রাব্বো এক বিবৃতিতে বলেন, ইসরাইল ১০ মাসেও পশ্চিম তীরে বসতি স্থাপন একটুও বন্ধ করে নি। সুতরাং, আলোচনা অর্থহীন।

বিবৃতিতে উল্লেখ কারা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলকে রোববারের মধ্যে বসতি স্থাপন বন্ধ না করলে শান্তি আলোচনা বন্ধের কথা জানিয়েছে। কিন্তু ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করেনি।

মার্কিন মধ্যস্ততায় সেপ্টেম্বরের প্রথম দিকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়।

এদিকে মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনি রামাল্লায় সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ইতোমধ্যে মার্কিন প্রতিনিধি জর্জ মিশেলকে ফিলিস্তিনের অবস্থান তুলে ধরেছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।