ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোশাররফের কোনো গ্রহণযোগ্যতা নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
মোশাররফের কোনো গ্রহণযোগ্যতা নেই

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের নতুন রাজনৈতিক দল দেশে বিদেশে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। রাজনীতিকদের মতে জনগনের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।

তাই তার নতুন রাজনৈতিক দল জনসমর্থন পাবেন না।

লন্ডনে গত শুক্রবার ‘অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) নামে রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন মোশাররফ। কিন্তু শনিবারই তিনি বার্মিংহাম ও ইংল্যান্ডে বিক্ষোবের মুখে পড়েছেন। তার দলের মিছিলকে সামনে রেখে ওই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

তবে দেশে ও বিদেশে তার দলের প্রতি কোনো গ্রহণযোগ্য প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না।

পাকিস্তান মুসলিম লীগের(এন) তথ্য সচিব আহসান ইকবাল বলেন, মোশাররফ একজন সমারিক শাসক। দেশে ফিরলে তাকে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। কারণ তিনি অসাংবিধানিক ভাবে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দলখ করেছেন। তাকে জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ তার কোন জনসমর্থন নেই।

তবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার সময় মোশাররফ তার শাসনামলে অনেক ভুল হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ কারণে জাতির অনেক ক্ষতি হয়েছে। ’

১৯৯৯ সালের অক্টোবর মাসে মোশাররফ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।