ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রাউন্ড জিরোর ইসলামিক কেন্দ্রের প্রস্তাবিত নকশা উম্মেচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
গ্রাউন্ড জিরোর ইসলামিক কেন্দ্রের প্রস্তাবিত নকশা উম্মেচন

নিউ ইয়র্ক: ভবনের শীর্ষ তলার অভিজাত বারান্দা। ওই বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা।

সাদা বিমের মধ্যে বসানো অসম আকতির কাঁচের জানালা দিয়ে সূর্যের আলো পথটিতে ঠিকরে পড়ছে। দেখলে বুঝা যায় মুসলিম ঐতিয্যের নিদর্শনের ছোঁয়া লেগে আছে স্থাপনাটিতে।

নিউ ইয়র্কে ৯/১১’র সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংসের স্থানে নির্মাণাধীন স্মৃতিসৌধের কাল্পনিক চিত্র এটি। গত সপ্তাহে স্থপতিরা প্রথমবারের মত এক কমিউনিটি বৈঠকে ‘পার্ক ৫১’ নামের এ কেন্দ্রের নকশা তুলে ধরেন।

নকশায় জাফরি কাটের সাদা তারা দেওয়া হয়েছে। মুসলিম স্থাপত্যশৈলীর মত প্রতিধ্বনি ও মধ্যপ্রাচ্যের মত শোভাবর্ধক ট্যালি ব্যবহার করা হয়েছে।

এক সাক্ষাৎকারে প্রকল্প পরিচালক শরীফ আল-গামাল জানান, নকশায় মুসলিম ঐতিহ্য ফুটিয়ে তোলার সঙ্গে আধুনিক উপাদান ও কাঁচ ব্যবহার করা হয়েছে। আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ এ কাঁচ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার একটি অনুভূতি তৈরি করবে।

তবে পরিকল্পনাকারীরা এখনও কাজ শুরুর প্রয়োজনীয় ১৪ কোটি ডলারের তহবিল জোগাড়ের কাজ শুরু করেননি।

চলতি বছরের প্রথমে এর একটি ইমেজ প্রকাশ হলেও এবারই প্রথম কেন্দ্রটির বিস্তারিত নকশা তুলে ধরা হলো। যেখানে ১৫ তলা এ ভবনে রেস্তোরা, নাট্যশালা, দিবা যতœ কেন্দ্র, ব্যায়ামাগার ও পুল রয়েছে।

একইসঙ্গে এখানে ৯/১১’র স্মৃতিসৌধ ও বিশ্বাসী বা অবিশ্বাসী সকলের প্রার্থনা বা ধ্যানের জন্য উন্মুক্ত স্থান রাখা হবে বলে গামাল জানান। তবে মুসলমানদের প্রার্থনা ঘরটি ভবনের ভূগর্ভস্থ অংশে রাখা হবে। মসজিদ থেকে এটিকে পৃথক করার জন্য এর নাম দেওয়া হয়েছে মুসাল্লা।        

তবে মুসলমানদের প্রার্থনা ঘরকে মসজিদ বলা হয় বলে গ্রাউন্ড জিরোতে এ ধরনের একটি প্রার্থনা ঘর যথাযথ নয় বলে অনেকে এর বিরোধিতা করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।