ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে স্থানীয় সময় রোববার মধ্যদুপুরে এ তুষারধস হয়।

নিহতরা একটি পর্বতারোহী দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ডেপুটি মেয়র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে দুইজন ট্যুর গাইড ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চূড়া থেকে তুষারপাতের একটি স্ল্যাব বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারপাতের ঘটনা ঘটেছে।

ম্যাটেল বলেন, এমন দুর্ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। যারা মারা গেছে তারা আমাদের পরিচিত। আমাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার ৫০০ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।