ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সমর্থন কমছে জাপান সরকারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

টোকিও: চীনের চাপে আটক নাবিককে মুক্ত করে দেওয়া এবং এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়ায় জাপানে নাওতো কানের সরকারের সমর্থন ৫৩ শতাংশ কমে গেছে। সোমবার দৈনিক পত্রিকা ইয়োমিউরি শিমবুন এ তথ্য প্রকাশ করেছে।



এক হাজার ১০৪ জনের ওপর চালানো জনমত জরিপে দেখ যায়, ৭২ শতাংশ মানুষ চীনের নাবিককে মুক্ত করার বিরুদ্ধে মত দেন। তারা বলেন, এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। এদের মধ্যে ৪০ শতাংশের বেশি মানুষ মনে করেন, সবাই ভাববে টোকিওকে চাপের মধ্যে ফেলে কাজ করানো সহজ। অন্য এক জরিপে দেখা যায় কানের জনসমর্থন ৪৯ শতাংশ ও ১৫ পয়েন্ট কমে গেছে।

গত সেপ্টেম্বররের ৮ তারিখে পূর্ব চীন সাগরের বির্তকিত জলসীমা থেকে চীনের মাছ ধরার ট্রলারের নাবিককে আটক করে জাপান। চীন বার বার উচ্চ পর্যায় থেকে জাপানের প্রতি আহবান জানায় আটক নাবিককে মুক্ত করে দেশে ফেরত পাঠাতে। জাপান অসম্মতি জানালে এশিয়ার দুই শত্তিশালী অর্থনীতির দেশের মধ্যে  কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে।

আরেকটি জরিপে ৯৬৬ জনের মধ্যে ৮০ শতাংশ বলেন, সরকারের উচিৎ ছিল বিষয়টি রাজনৈতিকভাবে বিবেচনায় নিয়ে তা খোলাসা করা। কানের সরকার নাবিকের ইস্যুতে রাজনৈতিক হস্তপে করেনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।