ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনের সেনারা ‘সব দিক দিয়ে’ অগ্রসর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ইউক্রেনের সেনারা ‘সব দিক দিয়ে’ অগ্রসর হচ্ছে

পূর্ব দোনেৎস্ক ও দেশের দক্ষিণের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা ‘সব দিক দিয়ে’ অগ্রসর হচ্ছে।

এসব অঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন শেষে জাতির উদ্দেশে একটি উৎসাহী বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি একটি আনন্দের দিন। আমি সেনাদের এইরকম আরও দিন কামনা করি। ’

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি একটি ব্যস্ত দিন ছিল, অনেক আবেগ ছিল...। আমি আমাদের যোদ্ধাদের পুরস্কৃত করার জন্য, তাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য সম্মানিত হয়েছিলাম। ’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অস্ত্র সরবরাহের বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আজ আমি সেই এলাকায় ছিলাম যেখানে এই অস্ত্রগুলো ইউক্রেনীয়দের জীবনকে আরও শক্তি, আরও সুরক্ষা দেবে। আর আমাদের বিজয়কে কাছে নিয়ে আসা, এটাই মূল বিষয়। আমাদের সব এলাকা মুক্ত হবে। ’

প্রেসিডেন্টের কার্যালয় সোমবার জেলেনস্কির যাত্রার চারটি ভিডিও পোস্ট করেছে। ভিডিও দেখা গেছে, ফ্রন্টলাইনের কমপক্ষে তিনটি স্থানে তিনি সৈন্যদের সঙ্গে দেখা করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।