ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন বাতিল করল সিরিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মিডিয়া অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) বাতিল করেছে সিরিয়া সরকার। বিবিসির বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর প্রতিবেদন’ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয়া বলছে, প্রচারমাধ্যমটি পেশাদারিত্বের মান বজায় রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

অ্যামফেটামিন ধরনের মাদক ক্যাপটাগন বাণিজ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার জড়িত, এই সংক্রান্ত একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

বিবিসি বলছে, তারা পক্ষপাতহীন ও স্বাধীন সাংবাদিকতা করছে। বিবিসির এক মুখপাত্র বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক আবহ ঘিরে মানুষের সঙ্গে বিবিসি কথা বলে।

বিবিসি নিউজ অ্যারাবিক গেল মাসে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যাতে ক্যাপটাগন নামে মাদকের বাণিজ্যে সিরিয়ান আর্মড ফোর্স ও আসাদের পরিবারের সম্পৃক্ততা প্রকাশ পায়।  

ক্যাপটাগন উচ্চ আসক্তিযুক্ত অ্যামফিটামিন ধরনের মাদক। সিরিয়া সরকার এর আগে এই মাদকের কারবারে যেকোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে।

তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন মাদকের উৎপাদন ও রপ্তানির জন্য সিরিয়া সরকারকে অভিযুক্ত করছে এবং আসাদের আত্মীয়দের মূল হোতা হিসেবে তালিকাভুক্ত করেছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।