ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দুকধারীর গুলিতে রুশ সাবমেরিন কমান্ডার নিহত

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বন্দুকধারীর গুলিতে রুশ সাবমেরিন কমান্ডার নিহত

বন্দুকধারীর গুলিতে রাশিয়ার সাবমেরিন কমান্ডার স্ট্যানিস্লাভ রিজিৎস্কি নিহত হয়েছেন। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে ছিলেন।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যানিস্লাভ রিজিৎস্কি সোমবার সকালে একজন বন্দুকধারীর গুলিতে নিহত হন। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা হয়েছে।

নিহত কর্মকর্তা একটি রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট সাবমেরিনের কমান্ডারও ছিলেন। ইউক্রেনের স্থানীয় অনলাইন নিউজ আউটলেটগুলো দাবি করেছে, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই কর্মকর্তাই দায়ী ছিলেন।

রিজিৎস্কি মূলত রাশিয়ান নৌবাহিনীর ক্রাসনোডার সাবমেরিনের কমান্ডার ছিলেন।

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।