ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন নরেন্দ্র মোদি

ফ্রান্সের বাস্তিল দিবসে ‘গেস্ট অব অনার’ এর সম্মান নিয়ে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ জুলাই ফ্রান্সে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী।

 

১৪ জুলাই বাস্তিল দিবসের দিন ফ্রান্সের রাষ্ট্রপতির প্রাসাদে এলিসিতে মোদিকে দেওয়া হয় ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লিজ্যয়ঁ দ্য'নর। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তুলে দেন এই সম্মাননা।  

প্যারিসের শ্যাম্প এলিসেতে এদিন রাজকীয় আয়োজন ছিল বাস্তিল দিবস উপলক্ষে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

মোদির পরনে এদিন ছিল অফ হোয়াইট কুর্তা পাজামা ও নীল জ্যাকেট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এদিন মোদিকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিগিট ম্যাক্রোঁ।  

এই অনুষ্ঠান উদযাপনের নেপথ্যে রয়েছে ফরাসি ইতিহাস। ১৭৮৯ সালে বাস্তিল কারাগার থেকে বহু বন্দিকে মুক্ত করেছিল সেদেশের আমজনতা। পতন হয়েছিল বাস্তিল দুর্গের। সেই থেকে শুরু হয়েছিল ফরাসী বিপ্লব।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।