ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হচ্ছে পাকিস্তানের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হচ্ছে পাকিস্তানের নির্বাচন । পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচন অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ এমন ইঙ্গিতই বহন করে।

আগামী আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার এ ঘোষণার মধ্যদিয়ে দেশটির সাধারণ নির্বাচনের পথ একধাপ এগিয়ে গেল।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতির উদ্দেশে টেলিভিশনে এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা ২০২৩ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব।

এ বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। কবে নাগাদ জাতীয় পরিষদ ভেঙে দেবে সরকার তা এখনও ঘোষণা করেনি।  শাহবাজ শরীফের সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগস্টের মাঝামাঝি।

দেশটির তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের তত্ত্বাবধান করে। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে যদি আইনসভা ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পর ২০২২ সালের এপ্রিলে জোটের নেতৃত্বে ক্ষমতা গ্রহণ করেন শাহবাজ শরীফ।

২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে একই সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।