ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
নারী বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলা

নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও ছয়জন।

এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে এই হামলার ঘটনা ঘটে। ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ঘটনাটি ঘটল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, হামলাটিকে জঙ্গি কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী ফিফা বিশ্বকাপ এগিয়ে যাবে।

তিনি যোগ করেছেন, জনসাধারণ নিশ্চিত থাকতে পারে যে, পুলিশ হামলাকারীকে হত্যা করেছে এবং অকল্যান্ডের কুইন স্ট্রিটে এই ঘটনার পর আর কোনো ঝুঁকি নেই।

প্রধানমন্ত্রী বলেন, হামলার কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য চিহ্নিত করা যায়নি।

তিনি বলেন, বন্দুকধারীর কাছে একটি পাম্প-অ্যাকশন শটগান ছিল।

সাহসী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে  হিপকিন্স বলেন, এই ধরনের পরিস্থিতিতে যারা দ্রুত ঘটনাস্থলে যায় এবং অন্যদের বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে, তাদের কাজ বীরত্বের থেকে কম কিছু নয়।

এদিকে অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদ রয়েছেন। তাদের খোঁজ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।