ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বিপুল অর্থ-সম্পদসহ ১০ বিদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সিঙ্গাপুরে বিপুল অর্থ-সম্পদসহ ১০ বিদেশি গ্রেপ্তার

সিঙ্গাপুরে মুদ্রা পাচারের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের সম্পদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে ১০ বিদেশি নাগরিককে।

অর্থপাচার ও জালিয়াতি মামলায় ১০ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুর পুলিশ। ১০০ কোটি ডলার মূল্যের সম্পদে রয়েছে নগদ অর্থ, মদ, বিলাসবহুল গাড়ি দামি ব্যাগসহ বহু পণ্য।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মঙ্গলবার (১৫ আগস্ট) সিঙ্গাপুরের বিভিন্ন রাজ্য ও শহরে একযোগে অভিযান চালায় পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, মুদ্রা পাচারের জালিয়াতির বিরুদ্ধে সন্দেহভাজনদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯৪টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দ করা হয়। এসব সম্পদের আনুমানিক মূল্য ৮১ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের বেশি। তা ছাড়া বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, নগদ টাকা, গয়না, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও ভার্চুয়াল সম্পদের তথ্যসহ নথি জব্দ করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিদেশি। তাদের বয়স ৩১ বছর থেকে ৪৪ বছরের মধ্যে। গ্রেপ্তারদের মধ্যে চীন, তুরস্ক, সাইপ্রাস, কম্বোডিয়া ও নি-ভানুয়াতুর নাগরিক রয়েছে। এদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ ছিল।

গ্রেপ্তারদের মধ্যে ৯ পুরুষের সঙ্গে এক নারী রয়েছে। আটজন পলাতক। তদন্তে সহযোগিতা করছেন ১২ জন।

গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের তথ্য পেয়েছে সিঙ্গাপুর পুলিশ। তারা সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে তহবিলের উৎস প্রমাণ করতে জাল নথি ব্যবহার করতেন। ট্যাংলিন, বুকিত টিমাহ, অর্চার্ড রোড, সেন্টোসা এবং রিভার ভ্যালিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংকও একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, যেসব আর্থিক প্রতিষ্ঠানের (এফআই) সঙ্গে গ্রেপ্তার ও পলাতকরা যোগাযোগ করেছে, যেখানে সম্ভাব্য জালিয়াতির অর্থ চিহ্নিত করা হয়েছে। নাম উল্লেখ না করে প্রতিষ্ঠানগুলোয় নজরদারির কাজ চলছে বলেও জানায় সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।