ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ মন্ত্রী, বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ানের সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
ব্রিটিশ মন্ত্রী, বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ানের সাংবাদিকসহ ৫৪ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করলো রাশিয়া। এবার ব্রিটিশ মন্ত্রী, যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যমের প্রভাবশালী সাংবাদিকসহ ৫৪ জনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, ব্রিটিশ মন্ত্রী, বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ানের সাংবাদিকসহ নিষেধাজ্ঞার আওতায় আসারা ইউক্রেনে জেলেনস্কি শাসনের কার্যকলাপে সমর্থন করেন। তারা রাশিয়া বিরোধী প্রচারণায়ও (মিথ্যা তথ্য প্রচার ও কিয়েভ সমর্থিত তথ্য ও প্রচারমূলক কার্যকলাপ) জড়িত। তালিকায় থাকা ব্রিটিশ মন্ত্রীর সংখ্যা অনেক।

সবচেয়ে বড় বিষয় হলো মস্কোর ওপর নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুশ নিষেধাজ্ঞার এক তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তা ও ব্রিটিশ প্রসিকিউটর করিম খান রয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ার জন্য আইসিসিতে আবেদন করেছিলেন।

নতুন এ নিষেধাজ্ঞার তালিকা এখানেই শেষ হয়ে যায়নি। বরং আগামীতে আরও বাড়বে বলেও জানিয়েছে মস্কো।

রাশিয়া এমন নিষেধাজ্ঞা আগেও দিয়েছিল। বিশেষ করে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যে কয়টি দেশ ভলোদিমির জেলেনস্কি ও তার দেশকে সমর্থন জানিয়ে পুতিনের বিচার দাবি করেছিলেন তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখনও যুক্তরাজ্যের ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।