ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জিসিসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি জাপানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
জিসিসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি জাপানের

জাপান সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

রোববার (২০ আগস্ট) জাপানের বার্তা সংস্থা কিয়োডো এ তথ্য জানিয়েছে।

কিয়োডো বলেছে, জাপানের লক্ষ্য মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাচ্ছে এবং চীনের প্রভাব বাড়ছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি ওই বৈঠকে যোগ দেবেন। এ সময় তিনি মিশর ও জর্ডান সফরও করতে পারেন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলো হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জুলাইয়ে মধ্যপ্রাচ্য সফর করেন। তখন জাপান এবং জিসিসির মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠিতব্য বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা মুক্ত বাণিজ্য চুক্তি এবং পরবর্তী প্রজন্মের জ্বালানির উৎসগুলোতে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনার আশা করা হচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচিও এজেন্ডায় থাকতে পারে।

জাপান তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে আমদানি নির্ভরশীল থাকার কারণে তার জ্বালানি নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে। জাপান তার অপরিশোধিত তেলের ৯০ শতাংশেরও বেশির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করে।

সূত্র: আল আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।