ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় ধর্মগুরু রাম রহিম ফের কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
ভারতীয় ধর্মগুরু রাম রহিম ফের কারাগারে

৩০ দিন প্যারোলে মুক্ত ছিলেন ভারতের ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিং। হরিয়ানা পুলিশ জানিয়েছে, তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় কয়েকটি শীর্ষ গণমাধ্যমের খবর, গতকাল রোববার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে রাম রহিমকে সুনারিয়া কারাগারে নেওয়া হয়। এর আগে জুলাইয়ে তিনি প্যারোলে মুক্তি লাভ করেছিলেন।

এনডিটিভি জানিয়েছে, প্যারোলে মুক্তি মেলায় উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে আশ্রয় নিয়েছিলে রাম রহিম। সেখানে অবস্থানকালেই নিজের ৫৬তম জন্মদিন পালন করেন গত ১৫ আগস্ট। উপস্থিত ছিল তার বহু ভক্ত।

এর আগেও প্যারো মুক্তি পেয়েছিলেন ধর্মগুরু রাম রহিম। চলতি বছর জানুয়ারি ৪০ দিনের জন্য কারাগারের বাইরে ছিলেন তিনি। তার আগে গত বছর অক্টোবরেও তিনি ৪০ দিনের জন্য মুক্ত হয়েছিলেন। ঘন ঘন তার এই মুক্তি বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারস স্বাতী মালিওয়াল রাম রহিমের প্যারোল মঞ্জুর হওয়া নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন। তিনি বলেন, একজন খুনি-ধর্ষকের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হওয়ার অর্থ নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে যাওয়া। মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত দেশের নাগরিকদের। কারণ, খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়ায়।

হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানের সিরসা এলাকায় ডেরা আছে রাম রহিমের। যে কারণে তিনি রাজনৈতিক দলগুলোর অনুগ্রহ পান বলেও অভিযোগ আছে।

বিতর্কিত এই ধর্মগুরুর বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে তার জন্মদিনের অনুষ্ঠান নিয়ে। গত জানুয়ারিতে প্যারোলে মুক্তির পর তিনি তলোয়ার দিয়ে কেক কেটেছিলেন। সেদিনকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অথচ, ভারতীর অস্ত্র আইনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। তলোয়ার দিয়ে কেক কাটাও দেশটিতে নিষিদ্ধ।

ডেরা সাচ্চা সৌদার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যা ও সিরসার আশ্রমে দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের রায় দেয় আদালত। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে। ২০১৭ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় রাম রহিমকে। তার বিরুদ্ধে ৪০০ পুরুষ শিষ্যকে নির্বীজ করার অভিযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।