ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ে দাবানলে এখনো নিখোঁজ ৮৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
হাওয়াইয়ে দাবানলে এখনো নিখোঁজ ৮৫০

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের পর এখনো ৮৫০ জন নিখোঁজ রয়েছেন। কাউন্টি মেয়র রিচার্ড বিসেন এমনটি জানিয়েছেন।

খবর বিবিসি।  

নিখোঁজদের তালিকায় থাকা ১ হাজার ২০০ জনেরও বেশি লোককে নিরাপদে পাওয়া গেছে। বিসেন সোমবার বলেন, সতর্কতা সংখ্যা ওঠানামা করতে পারে।  

দাবানলে ১১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন দ্বীপটি সফরে যাবেন। চলতি মাসের শুরুতে আগুন ছড়িয়ে পড়ার পর এটি হবে সেখানে তার প্রথম সফর।  

দাবানল ঐতিহাসিক মাউই শহর লাহাইনার অধিকাংশ ধ্বংস করেছে এবং দাবানলটিকে এখন হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্টে বিসেন বলেন, আমাদের জীবন চিরতরে পাল্টে গেছে এবং জিনিসগুলো একই রকম হবে না। যা একই রকম হবে, তা হলো একে অপরের দেখাশোনা করা আর শোক জানানো।

এ পর্যন্ত, মৃতদের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা হয়েছে এবং ১১টি পরিবারকে জানানো হয়েছে, বলে জানান তিনি।  

দাবানল ঘিরে স্থানীয় কর্মকর্তারা সমালোচিত হয়েছেন। মাউইর জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান গেল সপ্তাহে পদত্যাগ করেন, কেননা তার এজেন্সি আগুনের পরিপ্রেক্ষিতে অ্যালার্ম সিস্টেম সক্রিয় করতে ব্যর্থ হয়েছিল।  

সোমবার জো বাইডেন দ্বীপটিতে দীর্ঘমেয়াদ পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্মকর্তার নাম ঘোষণার পরিকল্পনা করেছেন, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন মিডিয়াকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।