ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-মধ্যাঞ্চলে ব্যাপক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম গুলোর খবরে জানা যায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলের দিকে জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।  

তবে ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান, কানসাই ইলেকট্রিক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পারমাণবিক কেন্দ্রগুলোতে কোন অস্বাভাবিকতার খবর পাননি তারা।

 স্থানীয় সংবাদমাধ্যম গুলো উপকূলীয় এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে বলছে।  

জাপানের আবহাওয়া দপ্তর ইতোমধ্যে দেশটির ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা জেলার উপকূলবর্তী এলাকাগুলোতে সুনামি সতর্কবার্তা জারি করে বলেছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের বেশি উচ্চতায় উঠে যেতে পারে।

ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।

 

বাংলাদেশ সময়: ১৪৪২ঘণ্টা,জানুয়ারি ০১, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।