ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোর কোয়া নদীতে নৌকা ডুবে ৮০ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
কঙ্গোর কোয়া নদীতে নৌকা ডুবে ৮০ জনের মৃত্যু 

কঙ্গোর মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীতে গত বুধবার (১২ জুন) একটি নৌকা ডুবে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি কঙ্গো-ব্রাজাভিলের সীমান্তের কাছে কোয়া নদীতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়া এ ঘটনায় হতাহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় যেন আর না ঘটে সে জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। খবর বিবিসি

মাই-এনডোম্ব প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাতে নৌকা চালচলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে কঙ্গোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ নৌকায় চড়ায় প্রায় সময়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।