চীনের উত্তরাঞ্চলে একটি সবজির বাজারে আগুনের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, বেইজিংয়ের উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটির লিগুয়াং বাজারে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুন লাগে। সকাল ১০টার পর আগুন নিভিয়ে ফেলা হয়।
ঝাংজিয়াকু শহরের ছিয়াওশি জেলার প্রশাসন বলেছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তারা ঝুঁকিমুক্ত। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চীনে প্রায়ই আগুনের ঘটনা ঘটে। অক্টোবরে গুরুত্বপূর্ণ শহর চেংডুতে এক অগ্নিকাণ্ডে ২৪ জন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল। এর আগে জুলাই মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমজে