ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের বান্দিপোরা জেলায় সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমটির অনলাইন মাধ্যমে এ খবর জানানো হয়।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিন ভারতীয় সেনার মৃত্যু হয়। তাদের বহনকারী একটি ট্রাক বান্দিপোরা জেলার রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গিয়েছিল।
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে বান্দিপোরা জেলার এসকে পায়েন এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীও এ তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, বৈরী আবহাওয়া ও দুর্বল দৃষ্টিসীমা এ দুর্ঘটনার কারণ। দুর্ঘটনায় আহত সৈন্যদের কাশ্মিরের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় নাগরিকরা সেনা সদস্যদের উদ্ধারে সহযোগীতা করেছিল। আমরা তাদের ধন্যবাদ জানাই। দুর্ভাগ্যবশত মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন সাহসী সৈন্য প্রাণ হারিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমজে