ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানকুন চুক্তি রোধে আন্তর্জাতিক আদালতে যাবার হুমকি বলিভিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
কানকুন চুক্তি রোধে আন্তর্জাতিক আদালতে যাবার হুমকি বলিভিয়ার

লাপাজ: মেক্সিকোয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কানকুন সম্মেলনে সম্পাদিত সমঝোতা চুক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গিয়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বলিভিয়া।

বলিভিয়ার জাতিসংঘ প্রতিনিধি পাবলো সলোন রোববার বলিভিয়ার সরকারি দৈনিক সংবাদপত্র ‘এল কামবিও’-র কাছে একথা জানান।



তিনি বলেন, ‘কানকুনে যে কথা অনুমোদিত হয়েছে তার বিরুদ্ধে আমরা হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে অভিযোগ দায়ের করব। ’

মেক্সিকোর কানকুনে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী ১৯৪টি দেশের মধ্যে একটি দেশ ছাড়া সবাই শনিবার চুক্তিটি অনুমোদন করে। বলিভিয়া এই চুক্তির বিষয়বস্তুর বিরোধিতা করে।

সলোন বলেন, খসড়া প্রস্তাবটিতে এতো দুর্বলতা ছিল যে তা বৈশ্বিক উষ্ণতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে না।

ঐক্যমত্য না হওয়া সত্ত্বেও সম্মেলনের সভাপতি প্যাট্রিসিয়া এসপিনোসা সমঝোতা চুক্তিটি অনুমোদন করেন। এই চুক্তিতে গ্রিনহাউজ হ্রাসকরণ, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রিতে নামিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত দ্বীপরাষ্ট্রগুলোয় আর্থিক সহায়তা প্রদান প্রভৃতি বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল।

বলিভিয়ার অভিযোগগুলি পরবর্তীতে পর্যবেক্ষণ করা হবে বলে জানান এসপিনোসা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।