ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

মস্কো: উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরোভ। সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পাক ইউ-চুনের সঙ্গে বৈঠকে তিনি ওই উদ্বেগ প্রকাশ করেন।



রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ই্য়ংবিয়নে বানিজ্যিক ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতার তথ্য জানার পর লাভরোভ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।  

ই্য়ংবিয়ন কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র তৈরির জন্য কাজ করছে। বর্তমানে তারা কার্বন জাতীয় গ্যাস তৈরি করছে যার সাহায্যে ৬ থেকে ৮টি আণবিক বোমা তৈরি করা যায়।

বাংলাদেশ সময়: ০৬২৬ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।