ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের পার্লামেন্টে অচলাবস্থা, সংকটে গণতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
ভারতের পার্লামেন্টে অচলাবস্থা, সংকটে গণতন্ত্র

নয়াদিল্লি: সম্প্রতি রাষ্ট্রীয় সফরে এসে ভারতের অগ্রসর গণতন্ত্রের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। কিন্তু দেশটির পার্লামেন্টে বর্তমানে নতুন এক সংকটের মুখে পড়েছে।

খবর এএফপির।

দশকের মধ্যে সবচেয়ে অকার্যকর এবং ফলাফলশূন্য অধিবেশন শেষে সোমবার থেকে শীতকালীন ছুটিতে যাচ্ছেন দেশের আইনপ্রণেতারা। কারণ টানা ২২টি কার্যদিবস ভারতের বিরোধী দল পার্লামেন্টে উপস্থিত না হওয়ায় এর মধ্যে নতুন কোনো বিল পাস হয়নি।

স্বাধীন ও বাধ্যতামূলক শিক্ষা, নারীদের জন্য সব আসন সংরক্ষণ এবং বেশ কয়েকটি অর্থনৈতিক বিলসহ মোট ৩২টি আইন আলোচনার বিষয় আগে নির্ধারণ করা থাকলেও এগুলোর কোনোটিই আলোচিত হয়নি।

বিরোধী দলের আইনপ্রণেতারা সপ্তাহজুড়ে পার্লামেন্টের উভয় কক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় করেন, কাগজপত্রাদি বাতাসে ছুঁড়ে মারেন এবং তাদের দাবির বাস্তবায়নে স্পিকারের সঙ্গে বাগবিত-ায় লিপ্ত হন। মূলত টেলিকম কেলঙ্কারির তদন্তের দাবিতেই বিরোধীদের এ বিক্ষোভ।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।