ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জন্মভূমি পেরুতে ফিরলেন ভার্গাস য়োসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
জন্মভূমি পেরুতে ফিরলেন ভার্গাস য়োসা

লিমা: বিশ্বখ্যাত লেখক মারিও ভার্গাস য়োসা নোবেল পুরস্কার গ্রহণ শেষে সোমবার তার জন্মভূমি পেরুতে ফিরে গেছেন। শুক্রবার তিনি স্টকহোমে নোবেল পুরস্কার গ্রহণ করেন।



পেরুতে পৌঁছে তিনি বলেন, তিনি অত্যন্ত কান্ত। তবে সাহিত্যকর্মের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

লিমা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, ‘পেরুতে ফিরতে পেরে আমি খুব খুশি। যদিও স্বীকার করছি, আমি খুব কান্ত। এই সপ্তাহটা খুব কোলাহলের মধ্যে কাটল। ’

নোবেল পুরস্কার পাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘এটা স্প্যানিশ ভাষাভাষী ঔপন্যাসিক ও তার দেশের জন্য সম্মানের। ’

তিনি আরও বলেন, ‘পুরস্কার বদৌলতে আমি অনেক নতুন বন্ধু পেয়েছি। এটা আমাকে খুব নাড়া দিয়েছে এবং সম্ভবত এর ফলে মানবসত্ত্বা নিয়ে আমার ধারণাও পাল্টে যাবে। আর এর ফলে আমার কিছু শত্রুও তৈরি হয়েছে। ’

য়োসা বলেন, তার অব্যবহিত কাজই হচ্ছে লেখালেখিতে ফিরে যাওয়া। এসময় পেরুর সংস্কৃতিমন্ত্রী তার পাশে ছিলেন।

বুধবার তিনি বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হবেন। প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া তার হাতে শিল্পসংক্রান্ত পুরস্কার তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।