ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভিসা, মাস্টারকার্ড, পেপ্যালকে অ্যাসাঞ্জের তিরস্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
ভিসা, মাস্টারকার্ড, পেপ্যালকে অ্যাসাঞ্জের তিরস্কার

সিডনি: ভিসা, মাস্টারকার্ড ও পেপ্যাল কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রতিষ্ঠানগুলো উইকিলিকসের তহবিল জব্দ করায় মঙ্গলবার অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে অ্যাসাঞ্জ এ সমালোচনা করেন।



অস্ট্রেলিয়ার চ্যানেল ৭ এ প্রচারিত এ বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘আমরা জানি যে ভিসা, মাস্টারকার্ড এবং পেপ্যাল মার্কিন পররাষ্ট্রনীতির একটি হাতিয়ার। ’ অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ টেলিভিশন চ্যানেলটির জন্য এ বিবৃতিটি পড়ে শোনান।

এতে আরও বলা হয়, ‘বিশ্বের কাছে আমি এসব অবৈধ এবং অনৈতিক কাজ থেকে আমার পরিশ্রম ও কর্মীদের রক্ষার আহ্বান জানাচ্ছি। ’

একইসঙ্গে আগের যেকোনো সময়ের তুলনায় তিনি এখন স্পর্শকাতর এসব গোপন নথি প্রকাশে অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান অ্যসাঞ্জ।

সংক্ষিপ্ত এ বিবৃতিতে অস্ট্রেলিয়ার বংশোদ্ভুত অ্যাসাঞ্জ (৩৯) বলেন, ‘আমার আত্মবিশ্বাসে আমি অবিচল। আমার আদর্শের বিষয়েও আমি আগের মতই অনড়। এসব ঘটনা তাদের উপর কোনো প্রভাব রাখছেনা। যদি এমন কিছু হয় তাহলে এটা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে যে তারা সত্য এবং সঠিক। ’

এদিকে অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষতের জন্য অস্ট্রেলিয়া থেকে লন্ডন যাবেন তার মা। এখানে যৌন হয়রানির জন্য অভিযুক্ত অ্যাসাঞ্জকে কারাবন্দী রাখা হয়েছে।

তবে অ্যাসাঞ্জকে বিচ্ছিন্নভাবে আটক রাখার অজুহাত দেখিয়ে তাকে তার মা’র সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া হবেনা। তবে তাদেরকে ১০ মিনিট ফোনে কথা বলার সুযোগ দেওয়া হবে বলে চ্যানেল ৭ জানায়।

৭ ডিসেম্বর অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের পর এবারই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তার মা । তবে তার পক্ষে ব্যাপক সমর্থনের খবর অ্যাসাঞ্জকে উৎসাহিত করেছে বলে তার মা ক্রিস্টিন জানান।

চ্যানেল ৭ এ ক্রিস্টিন বলেন, ‘মা হিসেবে আমার সাহসী সন্তানের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশ্ববাসীর কাছে আবেদন জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।