ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুখের ভেতর জ্যান্ত আরশোলা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
মুখের ভেতর জ্যান্ত আরশোলা!

মিশিগান: দাতব্য প্রতিষ্ঠানের জন্য মানুষ রক্তদান, র‌্যালি-মানববন্ধনসহ নানা অনেক কিছুই করে থাকে। কিন্তু কেউ যদি তার দাতব্য প্রতিষ্ঠানের টাকা জোগাড় করতে জ্যান্ত তেলাপোকা মুখে নেয়! বিশ্বাস হচ্ছে না, তবে ঠিক এমন কা-ই ঘটিয়েছেন মিশিগানের স্যন মারফি।

তিনি ১২টি জ্যান্ত তেলাপোকা ঝাড়া ১০ সেকেন্ড ধরে মুখের ভিতরে পুরে রাখেন। আর এ নিয়ে বিশ্ব রেকর্ড করায় গিনিস বুকে নামও উঠতে যাচ্ছে ।

স্যন মারফি (৩৭) যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি পোষা প্রাণীর দোকানে কাজ করেন। মারফি বলেন, তিনি জানতেন যে তিনি পারবেন। এর আগে গত অক্টোবরের শেষদিকে ১৬টি তেলাপোকা মুখে নেন কিন্ত গিনিস বিশ্ব রেকর্ডের নিয়ম অনুযায়ী না হওয়ায় তা অনুমোদন করা হয়নি।

এরপর চলতি মাসের রোববার ১২টি তেলাপোকা মুখে নেয়। রেকর্ড করার পর তিনি বলেন, ‘উপাধি অর্জন করা নয় দাতব্য প্রতিষ্ঠানের টাকা বাড়ানোই আমার প্রাথমিক উদ্দেশ্য। ’

তিনি আরো বলেন, ‘আমি জানি যে বোকার মতো কাজ করেছি। কিন্তু শুধুমাত্র দানের জন্যই আমি এমনটা করেছি। ’ এর আগে নয়টি তেলাপোকা নিয়ে ২০০৮ সালে রেকর্ড করেন ত্রাভিস ফ্রেসলার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।