ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই মন্ত্রীকে বরখাস্ত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
দুই মন্ত্রীকে বরখাস্ত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার দুই মন্ত্রীকে বরখাস্ত করেছেন। দুর্নীতির ঘটনা নিয়ে দীর্ঘদিন তর্কবিতর্কে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিসের একটি ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী আজম সোয়াতি ও ধর্মবিষয়ক মন্ত্রী হামিদ সাঈদ কাজমিকে তাদের পত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ হয়েছে, মক্কায় হজযাত্রীদের আবাসন সুবিধা দেওয়ার জন্য কাজমির মন্ত্রণালয় ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ লেগেই থাকত।

গিলানির অফিস থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী সরদার আসিফ আলিকে ধর্ম মন্ত্রণালয় ও শ্রমমন্ত্রী সৈয়দ খুরশিদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পাকিস্তানের মন্ত্রিসভা ৫৪ জন মন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে গঠিত।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।