ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
জুলিয়ান অ্যাসাঞ্জ জামিনে মুক্ত

জামিনে মুক্তি পেয়েছেন ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার তাকে মুক্তি দেন।



আদালতের বিচারক হাওয়ার্ড রিডল সুইডেনে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩৯ বছর বয়সী জুলিয়ানকে ওই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত জামিন দেন। আগামী ১১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

জামিনের পর উইকিলিকস প্রতিষ্ঠাতা একটি ক্ষণস্থায়ী ঠিকানায় অবস্থান করবেন এবং ৩ লাখ ১৫ হাজার ২৮০ ডলার মুচলেকা দেবেন- অ্যাসাঞ্জের আইনজীবী জিওফ্রে রবার্টসন বিচারক হাওয়ার্ড রিডলকে এমন প্রতিশ্রুতি দেওয়ার পর আদালত তাকে সাময়িক মুক্তি দেন।

গত ৭ ডিসেম্বর অ্যাসাঞ্জকে লন্ডনে গ্রেপ্তার করা হয়। সুইডেনের গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হলেও অ্যাসাঞ্জ এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

এর আগে উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির আবেদনে বিশ্বের প্রায় লাখ লাখ মানুষ অনলাইনে স্বার করেন। ‘অ্যাভাজ’ নামের একটি ওয়েবসাইটে তার মুক্তির আবেদনে সমর্থন চাওয়া হয়। আবেদনপত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে আসাঞ্জের দ্রুত মুক্তি দাবি করা হয়।

উল্লেখ্য, উইকিলিকসের প্রকাশ করা হাজার হাজার মার্কিন গোপন নথি ওয়াশিংটনকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জনসম্মুখে এসব নথি প্রকাশ করাকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন।

বিভিন্ন দেশ ওয়েবসাইটটি বন্ধের চেষ্টা করলেও সাইটটি এক সারভার থেকে অন্য সারভারে স্থানান্তরের মাধ্যমে এখনো সচল আছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।