ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে সফরে জিয়াবাও: ইস্যু বাণিজ্য, ভিসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
ভারতে সফরে জিয়াবাও: ইস্যু বাণিজ্য, ভিসা

নয়াদিল্লি: চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বুধবার তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে এসেছে ৪০০ ব্যবসায়ী প্রতিনিধির একটি বিশাল বহর।

দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনার পাশাপাশি কাশ্মীরবাসীদের ভিসার নিয়েও আলোচনা হবে। খবর এনডিটিভির।

এই সফরে ওয়েন জিয়াবাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ও ইপিএ চেয়ারেম্যান সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ওয়েন ভারত সফর করলেন। গত বছর জুড়ে দুই দেশই বিবাদে লিপ্ত ছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চীনের নানা প্রকল্প ও কাশ্মীরের ভ্রমণকারীদের ভিসা প্রদানে ভারতের বাধা দেওয়া ইত্যাদি নিয়ে দুই দেশের বিবাদ।

ভারতে চীনের কূটনৈতিক ঝাং ইয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে, ভারত ও চীনের সম্পর্ক অত্যন্ত নাজুক। এ সম্পর্ক যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। তবে তিনি পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির ব্যাপারে জোরারোপ করেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।