ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হলব্রুকের স্থলাভিষিক্ত হলেন ফ্রাঙ্ক রোজারিও

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

ওয়াশিংটন: আফগানিস্তান এবং পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হলব্রুকের মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির বেসামরিক কর্মকর্তা ফ্রাঙ্ক রোজারিও।   মার্কিন  স্টেট ডিপার্টমেন্ট বুধবার এ তথ্য জানানো হয়।



স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ফিলিপ ক্রাউলি সংবাদ সম্মেলনে জানান, ‘হলব্রুকের নেতৃত্ব দেওয়া  এসআরএপি (স্পেশাল রিপ্রেজেনটেটিভ ফর আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান) এর দায়িত্ব গ্রহণ করবেন রোজারিও ।

ক্রাউলি জানান, রোজারিও মঙ্গলবার আফগানিস্তান ও পাকিস্তানের নীতির বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি কিনটনের সঙ্গে বৈঠক করেছেন। নতুন পরিকল্পনা কথা বৃহস্পতিবার জানানো হবে।

এদিকে রোজারিও আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে চলতি বছরের জুলাই মাসে যোগ দেবেন। এর আগে তিনি রাজনৈতিক এবং সামরিক দপ্তরে সহকারী সভাপতি হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, রিচার্ড হলব্রুক (৬৯) সোমবার ধমনীতে অস্ত্রপচার চলাকালে মারা যান। তিনি আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।