ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ২২ যাত্রী ও ক্রুসহ বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
নেপালে ২২ যাত্রী ও ক্রুসহ বিমান নিখোঁজ

কাঠমাণ্ডু: নেপালের নিজস্ব বিমানসংস্থা তারা এয়ারের একটি ছোট বিমান ২২ যাত্রী ও ক্রুসহ উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বুধবার দুপুরে নিখোঁজ হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর আইএএনএসের।

বিমানে মোট ১৯ জন যাত্রী ছিল, যাদের অধিকাংশই পবিত্র শিব মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। ফেরার পথে রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে দুপুর ৩টায় বিমানটি নিখোঁজ হয়।

নেপালের বিমানচালক অনুপ শাকিয়ার সঙ্গে সচেন্দ্র শ্রেষ্ঠ ও বিমানবালা সাদিক্ষা গুরুং ছিলেন। খোটাং জেলার লামিডান্ডা বিমানবন্দর থেকে এটি কাঠমাণ্ডুতে ফিরছিল।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ বিমানটির খোঁজে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।