ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে রদবদল

সিউল: উত্তর কোরিয়ার হুমকি এবং গত মাসের ভয়াবহ আক্রমণের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে।

সেনাবাহিনীতে ৭৫ জন, নৌ বাহিনীতে ১৪ জন এবং বিমান বাহিনীতে ২২ জনসহ মোট ১১১ জন কর্মকর্তার পদোন্নতি ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।



গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবে ৪৬ জন নিহত হবার ঘটনার পর প্রেসিডেন্ট লি মিয়াং বাক সামরিক বাহিনীতে যে পূনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন তার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।

গত মাসে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দ্বীপে উত্তর কোরিয়ার আক্রমণের পর সামরিক বাহিনী পূনর্গঠনের দাবি জোরদার হয়।

দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে যাতে যে কোন পরিস্থিতিতে লড়াই এবং যুদ্ধে জয় নিশ্চিত করা যায়।

দ্বীপ অঞ্চলে আবারও আক্রমণ হলে বিমান বাহিনীর সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী কিম কোয়ান-জিন ।

গত মাসে উত্তর কোরিয়ার আক্রমণের পর দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ খুবই দুর্বল ছিল বলে সমালোচনার শিকার হয়েছিল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।